শরীয়তপুর-চাঁদপুরে মিনি কক্সবাজার
২৪-মার্চ-২০১৯, বিকেল ৩:৩৪
৩৮৮১

পদ্মা মেঘনার মোহনায় জেগে ওঠা চাঁদপুরের এক বালুচর এখন মিনি কক্সবাজার নামে পরিচিতি লাভ করেছে। শরীয়তপুর-চাঁদপুর জেলার সীমান্ত ঘেষে ধীরে ধীরে গড়ে উঠছে অঘোষিত এ পর্যটন কেন্দ্রটি। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয় মন কাড়ানো এক দৃশ্য দেখতে । পাবলিক টয়লেট, দোকানপাট সহ নানাবিধ সুবিধা করা রয়েছে চারপাশে নদী ঘেরা এ বালু চরটিতে। বেসরকারি উদ্যোগে বিশ্রামের জন্য বসানো হয়েছে কিছু ছাতা। রয়েছে সবুজ কাঁশ বাগান, নদীর মৃদু স্রোত ও ঢেউ। এক কথায় ঝিনুক, শামুক আর হোটেল ছাড়া কক্সবাজারের সার্বিক পরিবেশ রয়েছে এখানে। জেলেদের মাছ ধরার দৃশ্য, উড়ন্ত পাখির ঝাঁক, পদ্মা -মেঘনার মিলন মেলা দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় পাবেন এখানে।
সরকার উদ্যোগে নিলে জনসাধারনের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাবে এ পর্যটন কেন্দ্রটি এমন প্রত্যাশা পর্যটকদের।