aimatropawakhabor
সকাল
শরীয়তপুর, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১ইং
aimatropawakhabor
শরীয়তপুর, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১ইং
ব্রেকিং নিউজ
শিরোনাম
শিরোনাম    শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক বলেছেন, করোনা মহামারির মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়ন থেমে নেই।    পোনে ২শ কোটি মুসলমান যখন কাদ মিলাবে মুসলমানদের বিজয়ের নিশানা ওয়াশিংটনে উড়তে দেখা যাবে- পীরজাদা হানজালা    ১৫ই আগস্ট উপলক্ষে পাইকবাড়ি জামে মসজিদসহ সখিপুরের বিভিন্ন মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিল    আজ শরীয়তপুর জেলার সখিপুর থানা যুবলীগের আওতাধীন সখিপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।    করোনার মহামারিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৯ বছরের শিশু এবং যুবক আহত।    কুমিল্লার হোমনায় নতুন ত্রাণ কমিটি গঠন..    ঈদ কেনাকাটার জন্য খুলছে না বৃহত্তম দুই শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্স    প্রতিদিনই ভাঙ্গছে পূর্বের রেকোর্ড গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে সর্বোচ্চ ৭৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭১৯ জনে।   

সখিপুর থানা যুবলীগের আওতাধীন সখিপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।

১০-জুলাই-২০২০, দুপুর ২:৪২     ৫১২

itpoka

নিউজ ডেস্ক-
“মুজিববর্ষের  আহবান,তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য,  মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী জননেতা এ কে এম এনামুল হক শামীম এমপির সার্বিক সহযোগিতায় আজ শরীয়তপুর জেলার সখিপুর থানা যুবলীগের  আওতাধীন সখিপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।  

সড়কের দুই পাশে দুই শতাধিক বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও সখিপুর থানার নয়টি ইউনিয়নে আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ,  কতৃক ধারাবাহিকভাবে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। 

আজকের সখিপুর ইউনিয়ন যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর ইউনিয়ন পরিষদের সুনাম ধন্য চেয়ারম্যান এবং সখিপুর থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জনাব কামরুজ্জামান মানিক সরদার, জনাব নাসির সরদার ( সহ সভাপতি, সখিপুর থানা আওয়ামিলীগ), রাসেল আহমেদ পলাশ সরদার ( যুগ্ন আহ্বায়ক, সখিপুর থানা যুবলীগ), মোঃ সাব্বির মাদবর ( সখিপুর ইউপি সদস্য),  মুসফিকুর রহমান রাতুল,  আব্দুস সালাম সরদার ( সভাপতি, সখিপুর ইউনিয়ন যুবলীগ),  মোঃ রাজন মুন্সি ( সাধারণ সম্পাদক,  সখিপুর ইউনিয়ন যুবলীগ)। সহ সখিপুর ইউনিয়ন যুবলীগ ও অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ উপস্তিত ছিলেন।


শরিয়তপুর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত