নিজস্ব প্রতিবেদক-
ঢাকাসহ বিভিন্ন জেলার জনপ্রিয় সংগঠন "শুভ্রতা"র নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি- পি, এম, খালিদ হাসান মাহিন, সাধারণ সম্পাদক- শেখ রবিউল ইসলাম হয়েছেন। সকল সদস্যের সাথে মতবিনিময় অনুষ্ঠানের পর এই কমিটি গঠন করা হয়েছে।
Shuvrota Foundation ২০১৬ সালের ২৬ ডিসেম্বর পথশিশুদের নিয়ে কাজ শুরু করে। এর পর আর কখনো থেমে থাকতে হয়নি, রাজধানী থেকে শুরু করে এর সাথে যোগ দেন বিভিন্ন জেলার শত শত মানব দরদীরা। প্রথম ইভেন্ট ছিলো ঢাকার পলাশীতে পথশিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ। প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, ঈদে নতুন পোষাক ও খাদ্য সামগ্রী প্রদান, আর বিশেষ বিশেষ দিবসগুলো তে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিনোদনমূলক ইভেন্ট আয়োজন করে আসছে। আর বিভিন্ন সময় ঢাকায় পথশিশুদের জন্য শিক্ষা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এভাবে সংগঠনটি সুবিধা বঞ্চিত শিশুদের খাদ্য, বস্ত্র, শিক্ষা নিয়ে কাজ করে চলছে।
ধারাবাহিকভাবে, প্রতি বছর ৪/৫টি ইভেন্ট ছাড়াও বিভিন্ন সময় বৃদ্ধ-অসহায় মানুষের জন্য করে দিয়েছেন কর্মসংস্থানের ব্যবস্থা আর গরিব, মেধাবী ছাত্রদের মেধাববৃত্তি প্রদানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছে মধ্যমনি হয়ে ওঠেছে "শুভ্রতা"।
এ সংস্থার প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে রয়েছে- ১. সুবিধা বঞ্চিত মানুষদের সহায়তা করা। ২. জনসচেতনতা-মূলক বিভিন্ন কাজে সবাইকে সম্পৃক্ত করা। ৩. সারাদেশের মানুষের মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি করা।
সংস্থাটির প্রধান জানান যে, বিভিন্ন জেলায় "শুভ্রতা"র যে টিম রয়েছে তা নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন জেলা শাখার কমিটি ঘোষণা করা হবে