নিজস্ব প্রতিবেদক- আজ ৩ জুন শরিয়তপুর জেলার, সখিপুর থানার ঐতিহ্যবাহী সরদার পরিবারের ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের ডিএমখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম সরদার,জনাব মোঃ নাজমুল আহসান সরদার ( সাবেক চেয়ারম্যান সখিপুর ইউনিয়ন পরিষদ), কামরুজ্জামান মানিক সরদার (চেয়ারম্যান, সখিপুর ইউনিয়ন পরিষদ),জনাব মোঃ কামরুল হাসান রাজিব সরদার, জনাব মোঃ মনসুর সরদার,জনাব মোঃ নাসির সরদার,জনাব মোঃ দাদন সরদার, জনাব মোঃ বুলবুল সরদার, জনাব মোঃ ফেরদাউস সরদার, জনাব মোঃ জাকারিয়া সরদার মুকিদ,জনাব রাসেল আহমেদ পলাশ সরদার, জনাব মোঃ তোফায়েল আহমেদ সরদার, মোঃ পাপ্পু সরদার, সোমেল সরদার, মুসফিকুর রহমান রাতুল সরদার,বদরুজ্জাম রাজু সরদার,মোঃ সুজন সরদার সহ সরদার পরিবারের গন্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে সরদার পরিবারের সকলের উপস্থিতির দ্বারা মিলন মেলায় পরিনত হয়। সবাই ঐক্যবদ্ধ থেকে সবাই সবার সুখে দুঃখে পাশে থাকার প্রতিজ্ঞা করেন।